ম্যাপ হচ্ছে গো-এর এ্যাসোসিয়েটিভ ডাটা টাইপ । ম্যাপ এ আমরা একটি কি এর বিপরীতে একটি ভ্যালু স্টোর করি ।
make
ফাংশনটি ব্যবহার করে আমরা এভাবে একটি ম্যাপ তৈরি করতে পারি:
m := make(map[string]int)
ম্যাপ এর ক্ষেত্রে make
ফাংশনটির ফরম্যাটটি হলো - map[ <কি-এর টাইপ> ] <ভ্যালু টাইপ>
কি-ভ্যালু সেট করা খুবই সহজ:
m["k1"] = 7
m["k2"] = 13
fmt.Println("map:", m)
ভ্যালু রিট্রিভ করাও খুব জটিল নয়:
v1, pres := m["k1"]
fmt.Println("v1: ", v1)
fmt.Println("pres: ", pres)
ভ্যালু রিট্রিভ করার সময় প্রথম রিটার্ন ভ্যালুটি হয় ঐ কি-এর ভ্যালু । দ্বিতীয় রিটার্ন ভ্যালুটি হয় বুলিয়ান। এটি নির্দেশ করে ঐ কি-টি ম্যাপে ছিলো কিনা । এটির মাধ্যমে জিরো ভ্যালুর ক্ষেত্রে সহজে বোঝা যায় ঐ কি-এর ভ্যালু কি সত্যিই জিরো ভ্যালু নাকি ঐ নামে কোন কি-ই ছিলো না ম্যাপে ।
ম্যাপ এর লেংথ জানতে আছে আমাদের পরিচিত len
ফাংশনটি ।
fmt.Println("len:", len(m))
কোন আইটেম ডিলিট করতে রয়েছে delete
ফাংশনটি:
delete(m, "k2")
fmt.Println("map:", m)