Skip to content

Latest commit

 

History

History
51 lines (33 loc) · 3.09 KB

for.md

File metadata and controls

51 lines (33 loc) · 3.09 KB

ফর

অন্য সব ল্যাঙ্গুয়েজে আমরা ফর লুপ দেখেছি । মজার ব্যাপার হচ্ছে গো তে সব ধরণের লুপিংই ফর দিয়ে করা হয় । অর্থাৎ গো তে হোয়াইল, ডু-হোয়াইল কিংবা ফর-ইচ লুপ দেখা যায় না । কিন্তু এগুলোর কাজ আমরা ফর দিয়েই চালিয়ে নিতে পারি বেশ সহজেই!

ফর লুপ

আমরা প্রথমেই আমাদের পরিচিত ফর লুপ টা দেখে নেই । এখানে:

for j := 7; j <= 9; j++ {
	fmt.Println(j)
}

এটা আমাদের সবার পরিচিত ফর লুপ । এখানে j এর ভ্যালু শুরুতেই 7 দেওয়া হয়েছে, এর ভ্যালু ৯ হওয়া পর্যন্ত লুপ চলবে । প্রতিবার লুপ শেষে j এর ভ্যালু এক বাড়িয়ে দেওয়া হচ্ছে ।

হোয়াইল লুপ

অন্য নানা ল্যাঙ্গুয়েজে একটা শর্তের উপর নির্ভর করে যেভাবে হোয়াইল লুপ ব্যবহার করতাম, গো তেও আমরা কাজটা প্রায় একইভাবে করবো । শুধু পার্থক্য এখানে আমরা ফর কিওয়ার্ডটি ব্যবহার করে হোয়াইল লুপের কাজ করি ।

package main

import "fmt"

func main() {

    i := 1
    for i <= 3 {
        fmt.Println(i)
        i = i + 1
    }


}

প্রথমে for এবং তারপর মূল কন্ডিশন দিতে হয় । লক্ষ্য করুন এখানে for এর কন্ডিশনটি ডিফাইন করার সময় কোন ধরনের ব্র্যাকেট এর প্রয়োজন হয় নি । ফর এর পর যদি একটাই শর্ত দেওয়া হয় তবে ঐ শর্তটি যতক্ষণ সত্য হবে ততক্ষণ লুপটি চলতে থাকবে ।

যদি আমরা কোন কন্ডিশন না দেই তাহলে এটা ইনফিনিট লুপ এ চলতে থাকবে ।

for {
	fmt.Println("infinite loop")
	break
}

ফর ইচ লুপ

গো তে আমরা ফর লুপ ব্যবহার করেই ফর ইচ লুপের কাজ করে থাকি । এটির জন্য প্রয়োজন পড়ে range ফাংশনের । আমরা তাই range চ্যাপ্টারে দেখবো কিভাবে আমরা ফর ইচ ব্যবহার করতে পারি ।